কাদের মোল্লার রিভিউ পিটিশন খারিজ
দ্য রিপোর্ট প্রতিবেদক : জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় পুনর্বিবেচনার বিষয়ে রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টায় শুনানি শেষ হয়। একই সঙ্গে ফাঁসি স্থগিতাদেশও প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
এর আগে, সকাল সোয়া ৯টায় প্রধান বিচারপতি মো. মোজ্জামেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ৫ সদস্যের একটি পূর্ণাঙ্গ বেঞ্চে এ শুনানি শুরু হয়। বেঞ্চের অপর বিচারপতিরা হলেন সুরেন্দ্র কুমার সিনহা (এসকে সিনহা), বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি আবদুল ওহাব মিয়া, বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।
বুধবার কাদের মোল্লার রিভিউ আবেদনের ওপর শুনানি শেষে বৃহস্পতিবার পর্যন্ত তা মুলতবি ঘোষণা করা হয়।
(দ্য রিপোর্ট/কেএ/এফএস/শাহ/জেএম/ডিসেম্বর ১২, ২০১৩)