দ্য রিপোর্ট ডেস্ক : ইউক্রেনের বিক্ষোভকারীদের ওপর কঠোর ব্যবস্থা নিলে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপসহ সব ধরনের ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। খবর আল-জাজিরার।

যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা বুধবার আরো জানান, আইনিভাবে তারা ইউক্রেনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। এই ব্যবস্থায় ইউক্রেনের কর্মকর্তাদের ভিসা বাতিল হতে পারে অথবা যুক্তরাষ্ট্রে তাদের সম্পত্তি ফ্রিজ করে দেওয়া হতে পারে।

হোয়াইট হাউসের সহকারী মুখপাত্র জস আর্নেস্ট বলেন, ইউক্রেন সরকার কিভাবে চলমান রাজনৈতিক সঙ্কটের নিরসন ঘটায়, তা নিয়ে যুক্তরাষ্ট্র আতঙ্কের মধ্যে আছে ।

তিনি আরো বলে, গত দুই সপ্তাহে বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার যে ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শান্তিপূর্ণ বিক্ষোভ ও সমাবেশের প্রতি সন্মান দেখাতে হবে।

রাশিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তির বিরুদ্ধে অংশগ্রহণকারী বিক্ষোভকারীরা রাজধানী কিয়েভের ইন্ডিপেন্ডেট স্কয়ারে অবস্থান করছে। বুধবার সকালে পুলিশ তাদের ক্যাম্পে হামলা করলে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হন। এর পরই যুক্তরাষ্ট্র এ ঘোষণা দিল।

(দ্য রিপোর্ট/ডব্লিউএস/শাহ/জেএম/ডিসেম্বর ১২, ২০১৩)