সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরা-আশাশুনি সড়কের রামচন্দ্রপুর মোড়ে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। এ সময় পুলিশ ৫২ রাউন্ড শটগানের গুলি ছোড়ে। আশাশুনি-সাতক্ষীরা সড়কের রামচন্দ্রপুর মোড়ে জামায়াত-শিবিরের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পুলিশ ৫২ রাউন্ড শটগানের বুলেট ছোড়ে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকটি রোগী বহনকারী যানবাহন সকাল ১১টার দিকে সাতক্ষীরার দিকে আসার সময় রামচন্দ্রপুর মোড়ে অবরোধকারীরা বাধা দেয়। এ সময় পুলিশ অবরোধকারীদের রাস্তা ছেড়ে দিতে বললে তারা পুলিশের ওপর ইটপাটকেল ছোড়ে। পুলিশ এ সময় ৫২ রাউন্ড শটগানের গুলি ছোড়ে। এতে শিবিরের ৫ কর্মী আহত হয়েছেন বলে জামায়াত দাবি করেছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

অবরোধের কারণে সাতক্ষীরা বাসটার্মিনাল থেকে দূরপাল্লার কোনো পরিবহন ছেড়ে যায়নি। শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। ষষ্ঠদিনের মতো বন্ধ রয়েছে ভোমরা স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইনামুল হক গুলিবর্ষণের সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। নাশকতা এড়াতে সাতক্ষীরার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, বিজিবি ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমআরইউ/এফএস/শাহ/এএস/ডিসেম্বর ১২, ২০১৩)