দিরিপোর্ট২৪ প্রতিবেদক : চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) বৈদেশিক সহায়তায় ধ্বস নেমেছে। দাতাদের প্রতিশ্রুত অর্থ ছাড় গত বছরের একই সময়ের তুলনায় ব্যাপক কমে গেছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)থেকে সর্বশেষ এ তথ্য জানা গেছে।

প্রথম তিন মাসে দাতাদের প্রতিশ্রুতির বিপরীতে পাওয়া গেছে ১৭ কোটি ৮৯ লাখ ১০ হাজার মার্কিন ডলার।এর মধ্যে ঋণ ১৭ কোটি এবং অনুদান ৮৯ লাখ ১০ হাজার মার্কিন ডলার । গত অর্থবছরে একই সময়ে ছিল ৬৫ কোটি ৭১ লাখ ১০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে ঋণ ৬৩ কোটি এবং অনুদান ২ কোটি ৭১ লাখ ১০ হাজার মার্কিন ডলার।

চলতি অর্থবছরের ৩ মাসে দাতাদের অর্থ ছাড় হয়েছে ৪২ কোটি ২৭ লাখ মার্কিন ডলার। এর মধ্যে ঋণ ২৯ কোটি ৮৩ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। আর অনুদান ১২ কোটি ৪৩ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। গত অর্থবছরে একই সময় ছিল ৫৪ কোটি ৫৯ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে ঋণ হচ্ছে ৩৮ কোটি ৭৬ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। অনুদান ছিল ১৫ কোটি ৮৩ লাখ ৫০ হাজার মার্কিন।

(দিরিপোর্ট২৪/জেজে/এইচএস/অক্টোবর ২৪, ২০১৩)