দ্য রিপোর্ট প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর মধ্যস্ততায় দুই দলের মধ্যে আলোচনা হয়েছে, তবে কোনো সমাধান হয়নি।

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় এ কথা বলেন তিনি।

মাহবুব-উল আলম হানিফ বলেন, আমরা আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যার সমাধানে আগ্রহী। কিন্তু বিএনপি আসলে কোনো সমাধান চায় না। তারা চায় সংঘাত।

এ সময় নির্বাচন বানচাল করতে বিএনপি ও তাদের দোসর জামায়াত সারাদেশে নাশকতা করছে বলেও অভিযোগ করেন তিনি।

কাদের মোল্লার রিভিউ আবেদনের শুনানি খারিজ প্রসঙ্গে হানিফ বলেন, বিচার ব্যবস্থা সত্যিকারার্থেই স্বাধীন। আবারো প্রমাণিত হয়েছে আদালতের ওপর এ সরকারের কোনো প্রভাব নেই। গোটা জাতির সঙ্গে আমরা অপেক্ষায় আছি কখন রায় কার্যকর হবে। এ রায় কার্যকর হলে শহীদদের আত্মা শান্তি পাবে।

প্রধান বিরোধী দল বিএনপির স্থায়ী কমিটির সমালোচনা করে তিনি বলেন, ‘আপনাদের কিসের আন্দোলন? কোথায় আন্দোলন হচ্ছে? নিষিদ্ধ সংগঠনের মতো ভিডিও বার্তা পাঠিয়ে আন্দোলন বা রাজনীতি হয় না।

আওয়ামী লীগের এই নেতা বলেন, আপনাদের আন্দোলনের সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। সন্ত্রাসী কর্মকাণ্ড বাদ দিয়ে সংবিধানের মধ্য থেকে সমাধানের চেষ্টা করুন।

হানিফ বলেন, নির্বাচনী প্রক্রিয়ায় যারা এসেছে, তাদের সবাইকে নিয়েই ৫ জানুয়ারি অবাধ, সুষ্ঠু নির্বাচন হবে। এলাকায় গিয়ে জনগণকে ভোটে অংশ নিতে উৎসাহ দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। আজ পর্যন্ত বঙ্গবন্ধু ও শেখ হাসিনার সব স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। ৫ জানুয়ারি নির্বাচনের স্বপ্নও বাস্তবায়ন করেই ছাড়ব।

নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, দফতর সম্পাদক সহিদুল ইসলাম মিলন প্রমুখ।

(দ্য রিপোর্ট/এইউএ/শাহ/এসবি/ডিসেম্বর ১২, ২০১৩)