দ্য রিপোর্ট প্রতিবেদক : যুদ্ধাপরাধীর দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার রিভিউ আবেদন সুপ্রিমকোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে খারিজ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। বৃহস্পতিবার দুপুরে এক বিবৃতিতে উদীচীর সভাপতি কামাল লোহানী বলেন, এই রায়ের মাধ্যমে প্রমাণ হলো দেরিতে হলেও সত্যের জয় কখনোই আটকে রাখা যায় না। এই রায়ের ফলে কাদের মোল্লার ফাঁসির কার্যকরে আর কোন বাধা রইল না।

বিবৃতিতে উদীচীর সাধারণ সম্পাদক প্রবীর সরদার বলেন, কালবিলম্ব না করে দ্রুত কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করতে হবে।

অব্যাহত আন্দোলন সংগ্রামের মাধ্যমে কাদের মোল্লার ফাঁসির দণ্ডাদেশ আদায়ে সক্ষম হওয়ায় শাহবাগের পাশাপাশি সারাদেশের সকল স্বাধীনতাপ্রেমী মানুষকে অভিনন্দন জানান তারা।

একই সঙ্গে রায় ঘোষণা এবং কার্যকরের নানা পর্যায়ে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক মহলের অযাচিত হস্তক্ষেপের তীব্র নিন্দা জানান নেতৃবৃন্দ।

(দ্য রিপোর্ট/এমএ/শাহ/এসবি/ডিসেম্বর ১২, ২০১৩)