দ্য রিপোর্ট প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বৃহস্পতিবার দুপুর দেড়টায় নির্বাচন কমিশনার মো. আবদুল মোবারকের সঙ্গে সাক্ষাৎ করতে নির্বাচন কমিশন সচিবালয়ে গিয়েছিলেন। তিনি প্রার্থিতা প্রত্যাহারের আইন নিয়ে আলোচনা করেন।

কমিশন থেকে বের হওয়ার পথে তথ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘এরশাদের নির্বাচন থেকে সরে পড়া ও প্রার্থিতা প্রত্যাহার একটি নাটক।’

তিনি বলেন, ‘প্রার্থিতা প্রত্যাহারের আগে সবাই একটা নাটকের মধ্যে থাকে। আমিও একজন প্রার্থী আমিও নাটকের মধ্যে আছি।’

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘জাতীয় পার্টি নির্বাচনে আসবে।’

উল্লেখ্য, এ সময় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে ছিলেন জাসদের স্থায়ী কমিটির সদস্য মাঈনুদ্দিন খান বাদল।

(দ্য রিপোর্ট/এমএস/এফএস/শাহ/এমসি/ডিসেম্বর ১২, ২০১৩)