আদালতের নির্দেশনার অপেক্ষায় কারা কর্তৃপক্ষ
দ্য রিপোর্ট প্রতিবেদক : জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় পুনর্বিবেচনার বিষয়ে রিভিউ আবেদন খারিজ করে দিয়েছে আদালত। এখন নির্দেশনা এলে কারা কর্তৃপক্ষ তার ফাঁসি কার্যকরে ব্যবস্থা নেবে।
কারা সূত্রে জানা গেছে, কাগজপত্র পাওয়া গেলে বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে কাদের মোল্লার ফাঁসি কার্যকর করা হতে পারে।
সূত্র জানায়, কারা অধিদপ্তরের আইজি প্রিজন(চলতি দায়িত্ব) খন্দকার মাঈনুদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী শামসুল হক টুকুসহ কারা কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বৈঠক করেছেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার রাতেই কাদের মোল্লার ফাঁসি কার্যকর হতে পারে।
এ বিষয়ে আইজি প্রিজন (চলতি দায়িত্ব) খন্দকার মাঈনুদ্দিন দ্য রিপোর্টকে বলেন, ‘কাদের মোল্লার ফাঁসির রায় আদালত বহাল রেখেছে। কিন্তু আমাদের কাছে অর্ডারের কোনো কাগজপত্র এখনও আসেনি। কাগজপত্র আসার পরই আমরা সকল কার্যক্রম শুরু করবো।’
কখন ফাঁসি হতে পারে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘কাগজপত্র এলে সিদ্ধান্ত নেয়া হবে। তবে আজ (বৃহস্পতিবার) রাতেও হতে পারে।’
প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টায় কাদের মোল্লার ফাঁসির রায় পুনর্বিবেচনার বিষয়ে রিভিউ আবেদনের শুনানি শেষে তা খারিজ করা হয়। একই সঙ্গে ফাঁসির স্থগিতাদেশও প্রত্যাহার করে নেয়া হয়েছে।
(দ্য রিপোর্ট/কেজেএন/নূরু/এমসি/রা/এইচএসএম/ডিসেম্বর ১২, ২০১৩)