বিশ্ব মিডিয়ায় কাদের মোল্লার রায়
দ্য রিপোর্ট ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় পুনর্বিবেচনার বিষয়ে রিভিউ আবেদন খারিজের খবর বিশ্বের গণমাধ্যমগুলো গুরুত্বের সঙ্গে প্রচার করেছে।
আব্দুল কাদের মোল্লার ফাঁসির স্থগিতাদেশ প্রত্যাহারের রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসিতে ব্রেকিং ও লিড নিউজ হিসেবে খবরটি প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সর্বোচ্চ আদালত ইসলামপন্থী নেতা কাদের মোল্লার মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছে।
মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএনের অনলাইনে বলা হয়, বাংলাদেশের সর্বোচ্চ আদালত বৃহস্পতিবার ইসলামপন্থী নেতা আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখার নির্দেশ দিয়েছে।
ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধে কাদের মোল্লার ফাঁসির আদেশ দেয় আদালত।
বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে পাকিস্তানের ডন নিউজ ও ভারতের টেলিভিশন চ্যানেল এনডিটিভি জানিয়েছে, বাংলাদেশের সর্বোচ্চ আদালত দেশটির শীর্ষ ইসলামপন্থী নেতা কাদের মোল্লার মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছে। দুইদিন আগে ফাঁসি কার্যকর করার শেষ মুহহূর্তে তার মৃত্যুদণ্ড নাটকীয়ভাবে স্থগিত করা হয় বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।
কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরার অনলাইনে প্রধান খবর হিসেবে প্রচার করা হয়েছে এ সংবাদটি। ওই প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধপরাধের দায়ে বাংলাদেশের শীর্ষ বিরোধীদলীয় নেতা আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছে দেশটির সর্বোচ্চ আদালত।
ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, সর্বোচ্চ আদালতের এই রায়ের ফলে ১৯৭১ সালে যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতা কাদের মোল্লাকেই প্রথম মৃত্যুদণ্ড দেওয়া হবে।
ভারতের টেলিভিশন চ্যানেল জিনিউজের অনলাইনে ‘ইসলামপন্থী নেতার ফাঁসি কার্যকরের পথ সুযোগ করেছে সর্বোচ্চ আদালত’ এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, জামায়াত নেতা ও যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় পুনর্বিবেচনার বিষয়ে রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। এর ফলে তার ফাঁসি কার্যকরে আর কোনো বাধা থাকলো না বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।
এছাড়া এপির বরাতে ইয়াহু নিউজের টপ স্টোরিসহ আরো অনেক অনলাইনে খবরটি স্থান পায়।
(দ্য রিপোর্ট/কেএন/নূরু/জেএম/ডিসেম্বর ১২, ২০১৩)