দ্য রিপোর্ট প্রতিবেদক: একদিনের ব্যবধানে বিমা খাতের লেনদেন দ্বিগুণ হয়েছে। বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট লেনদেনের সাড়ে ১২ শতাংশ ছিল বিমা খাতের। আগের দিন যা ছিল সাড়ে ৬ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিমা খাতের ৪৬টি কোম্পানির মধ্যে বৃহস্পতিবার দিনশেষে ৩২টির শেয়ার দর বাড়ে, ৯টির কমে এবং ৫টির দর অপরিবর্তিত থাকে। এদিন এ খাতের সবগুলো কোম্পানির মোট ৭০ কোটি ৯৫ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫৬৩ কোটি ৬৫ লাখ ৪০ হাজার টাকা। অর্থাৎ ডিএসইর মোট লেনদেনে বিমা খাতের অবদান ছিল ১২.৬ শতাংশ। আগের দিন অর্থাৎ বুধবার ডিএসইতে বিমা খাতের অবদান ছিল ৬.৬২ শতাংশ।

সবচেয়ে বেশি দর বেড়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যূরেন্সের। বৃহস্পতিবার এ শেয়ারের দর আগের দিনের চেয়ে ৪.৮৭ শতাংশ বা ১৪.১ টাকা বেড়েছে। দর বাড়ার দিক থেকে এর পরের অবস্থানে রয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। এদিন এ শেয়ারের দর বেড়েছে ২.২৩ শতাংশ বা ৬.১ টাকা। এছাড়া মেঘনা লাইফের দর বেড়েছে ৫.৭ টাকা, রূপালী লাইফের দর বেড়েছে ৪.৫ টাকা, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের দর বেড়েছে ২.৪ টাকা, প্রগতি ইন্স্যুরেন্সের দর বেড়েছে ১.৬ টাকা, ঢাকা ইন্স্যুরেন্সের দর বেড়েছে ১.৫ টাকা এবং ইসলামী ইন্স্যুরেন্সের দর বেড়েছে ১ টাকা।

সবচেয়ে বেশি দর কমেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের। বৃহস্পতিবার এ শেয়ারের দর কমেছে ৬.৮ টাকা। এছাড়া প্রাইম লাইফের দর কমেছে ১.১ টাকা, সন্ধানী ইন্স্যুরেন্সের দর কমেছে ১ টাকা।

(দ্য রিপোর্ট/এইচকে/নূরু/ডিসেম্বর ১২, ২০১৩)