দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক জ্যেষ্ঠ প্রতিমন্ত্রী ব্যারোনেস সাঈদা ওয়ার্সি। তিনি আলোচনার মাধ্যমে চলমান সংকট নিরসনের পক্ষেও মত দেন।

বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবনে বৃহস্পতিবার প্রায় ঘন্টাব্যাপী বৈঠক শেষে দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের এসব জানান।

শমসের মবিন বলেন, ‘যুক্তরাজ্য বাংলাদেশের স্থিতিশীলতা দেখতে চায়। একই সঙ্গে সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। এছাড়াও বৈঠকে দু’দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়েও আলোচনা হয়েছে।’

এর আগে বিকেল ৪টায় গুলশানে চেয়ারপারসনের বাসভবনে বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ঘন্টাব্যাপী বৈঠক করেন ব্যারোনেস সাঈদা ওয়ার্সি। এ সময় যুক্তরাজ্যের রাষ্ট্রদূত রবার্ট গিভসন উপস্থিত ছিলেন।

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট /এমএইচ/নূরু/ এমডি/ ডিসেম্বর ১২, ২০১৩)