দ্য রিপোর্ট প্রতিবেদক : আব্দুল কাদের মোল্লার প্রতিফোঁটা রক্তের জবাব আওয়ামী লীগ ও সরকারকে দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে জামায়াতে ইসলামী।

এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ বৃহস্পতিবার বিকেলে এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, ‘আব্দুল কাদের মোল্লাকে হত্যা করা হলে তার প্রতিফোঁটা রক্তের জবাব আওয়ামী লীগ ও তার সরকারকে দিতে হবে। অনাগত ভবিষ্যতে তাদের বিচার নামক প্রহসনের জন্য আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। বে-আইনী, অসাংবিধানিক ও নিজের ছকে বিচার পরিচালনা করে মৃত্যুদণ্ড হাসিল করার নানাবিধ ষড়যন্ত্র ও চক্রান্তের কারণে অবশ্যই জনতার আদালতে দাঁড়াতে হবে।’

মকবুল আহমাদ আরো বলেন, ‘সরকার সংবিধান, সুপ্রীম কোর্ট রুলস্ ও জেলকোডের বিধান অবজ্ঞা করে আব্দুল কাদের মোল্লাকে সুপরিকল্পিতভাবে রাজনৈতিক হত্যাকাণ্ডের উদ্দেশ্যে ফাঁসির রায় কার্যকর করতে চাচ্ছে। সংবিধানের ১০৫ অনুচ্ছেদ অনুযায়ী তাকে রিভিউ পিটিশনের অধিকার দেওয়া হয়েছে। এ পিটিশন দায়েরের জন্য আইন অনুযায়ী ৩০ দিন সময় পাওয়ার কথা। কিন্তু তাকে সে সুযোগ দেওয়া হয়নি।’

কাদের মোল্লার ফাঁসিকে ইতিহাসের কলঙ্কজনক রাজনৈতিক হত্যাকাণ্ডের ষড়যন্ত্র মন্তব্য করে জামায়াতের আমির এ রায়ের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার ও গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণভাবে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য আহ্বান জানান।

((দ্য রিপোর্ট/কেএ/নূরু/এমএইচও/এমডি/ডিসেম্বর ১২, ২০১৩)