দ্য রিপোর্ট প্রতিবেদক : নভেম্বরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটে ২ লাখ ৬ হাজার ৫০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ওটিসির ৬৮টি কোম্পানির মধ্যে ৮টির শেয়ার লেনদেন হয়েছে নভেম্বরে। আর হাতবদল হয়েছে মোট ৫৮ হাজার ১৪০টি শেয়ার।

লেনদেন হওয়া ৮টি কোম্পানির মধ্যে ৩টির শেয়ার অভিহিত মূল্যের নিচে, ১টির অভিহিত মূল্যে ও বাকি ৪টি কোম্পানির শেয়ার অভিহিত মূল্যের চেয়ে বেশি দরে লেনদেন হয়েছে।

এদিকে ৮টি কোম্পানির মধ্যে মন্নু ফেব্রিকসের শেয়ার সর্বাধিক ৪ হাওলা লেনদেন হয়েছে। এছাড়া তমিজউদ্দিন টেক্সটাইল মিলস ও মডার্ন সিমেন্টের শেয়ার ২ হাওলা করে লেনদেন হয়েছে।

নভেম্বর মাসে যেসব কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে সেগুলো হলো- আলফা টোব্যাকো, তমিজউদ্দিন টেক্সটাইল মিলস, মন্নু ফেব্রিকস, এপেক্স উইভিং অ্যান্ড ফিনিশিং, লেক্সকো লেদার, পারফিউম কেমিক্যাল, মডার্ন সিমেন্ট এবং মেঘনা শ্রিম্প কালচার।

উল্লেখ্য, ওটিসি মার্কেটে ৬৮টি কোম্পানি থাকলেও মূলত: ১৮ থেকে ২০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। আর লেনদেন হয় না ৫০টি কোম্পানির শেয়ার।

(দ্য রিপোর্ট/আরএ/নূরু/এইচকে/ডিসেম্বর ১২, ২০১৩)