ইইউ’র সঙ্গে চুক্তিতে সম্মত ইউক্রেন প্রেসিডেন্ট : অ্যাস্টন
দ্য রিপোর্ট ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ফরেন পলিসি প্রধান ক্যাথেরিন অ্যাস্টন জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ ইইউ’র সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করতে রাজি হয়েছেন। খবর বিবিসির।
ইউক্রেনের রাজধানী কিয়েভে বিক্ষোভকারীদের আন্দোলনে বন্দী প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর ব্রাসেলসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
গত মাসের শেষের দিকে দেশটির প্রেসিডেন্ট ইইউ’র সঙ্গে এক চুক্তি না করায় সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামে বিরোধীরা।
অ্যাস্টন জানান, প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ তাকে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কবে এ চুক্তি হবে সে সম্পর্কে কিছু জানাননি তিনি।
তিনি জানান, ইউক্রেনের ‘স্বল্পমেয়াদী অর্থনৈতিক ইস্যু’ নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।
দেশটিতে যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অব স্টেট ভিক্টোরিয়া নুল্যান্ডও অবস্থান করছেন।
এর আগে বুধবার সকালে বিক্ষোভকারীদের শিবিরে প্রবেশ করে পুলিশ।
(দ্য রিপোর্ট/এসকে/নূরু/এমডি/ডিসেম্বর ১২, ২০১৩)