শর্তসাপেক্ষে সমাবেশের অনুমতি
ডিএমপির অতিরিক্তি কমিশনার ইব্রাহিম ফাতিম দিরিপোর্ট২৪কে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সমাবেশের জন্য কিছু শর্ত দেওয়া হয়েছে। এগুলো মেনে চললে সমাবেশে কোন বাধা দেওয়া হবে না।
বৃহস্পতিবার দুপুর ১২টায় জোটের পক্ষ থেকে বিএনপির চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিকে চিঠি দেন।
সে সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও বরকতউল্লাহ বুলু।
পরে উপস্থিত সাংবাদিকদের বিএনপির চিফ হুইপ বলেন, দেশের এ সংকটকালে বিএনপিসহ ১৮ দল জনসভা করতে চায়। এ কারণে অনুমতি চেয়ে চিঠি নিয়ে এসেছি। আমরা আশা করি, ডিএমপি অনুমতি দেবে।
বরকতউল্লাহ বুলু বলেন, এর আগে জনসভার অনুমতি চেয়ে নয়াপল্টন, পল্টন ও সোহরাওয়ার্দী উদ্যানের নাম উল্লেখ করা হলেও ডিএমপি আমাদের অনুমতি দেয়নি। আশা করি, এবার তারা আমাদের অনুমতি দেবে।
(দিরিপোর্ট২৪/দীপু/এমএআর/অক্টোবর ২৪, ২০১৩)