চুয়াডাঙ্গা সংবাদদাতা : এবার অপটিক্যাল ফাইবারে নাশকতা। জেলার টেলিযোগাযোগের প্রধান সংযোগ অপটিক্যাল ফাইবার কেবল কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ফলে চুয়াডাঙ্গার সঙ্গে সারাদেশ ও ভারতের টেলিযোগাযোগ বিছিন্ন হয়ে গেছে।

সূত্রে জানা গেছে, বুধবার চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের রাজনগর দ্বীনদত্ত ব্রিজ এলাকায় অপটিক্যাল ফাইবারের সংযোগ কেবল কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বর্তমানে সেখানে দুর্বৃত্তরা অবস্থান করায় বিটিসিএল’র প্রকৌশলীরা পৌঁছাতে পারছে না।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মনিরুজ্জামান জানান, গত দুই দিন ধরে টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন থাকায় স্বাভাবিকভাবে আমরা বিজিবির হেড কোয়ার্টারের সঙ্গে যোগাযোগ রাখতে পারছি না। এতে ব্যাটালিয়নের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপটিক্যাল ফাইবার কেবল বিচ্ছিন্ন হওয়ার কারণে জেলা প্রশাসনের ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে। এ কারণে নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের স্বাভাবিক কাজ কর্ম চরম ব্যাঘাত হচ্ছে। সংযোগ কেবলটি দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট বিটিসিএল কর্মকর্তাদের সঙ্গে তিনি কথা বলেছেন বলে জানান।

এ ব্যাপারে চুয়াডাঙ্গা বিটিসিএলের বিভাগীয় প্রকৌশলী আবু তাহের জানান, ঢাকা থেকে কুষ্টিয়া হয়ে মেহেরপুর জেলার ওপর দিয়ে চুয়াডাঙ্গা টিঅ্যান্ডটিতে (বিটিসিএল) অপটিক্যাল ফাইবার লাইন রয়েছে। এ লাইন চুয়াডাঙ্গার দর্শনা হয়ে ভারতের কলকাতার সঙ্গে সংযুক্ত হয়েছে। অবরোধের সময় জামায়াত-শিবিরকর্মীরা মেহেরপুরের রাজনগরে অপটিক্যাল ফাইবার কেবলের সংযোগটি কেটে দেওয়ায় এই অচালবস্থার সৃষ্টি হয়েছে।

তিনি আরো জানান, সংযোগ বিচ্ছিন্ন করার স্থানটিতে জামায়াত-শিবিরকর্মীরা রাত দিন অবস্থান নেওয়ায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সেখানে যেতে পারছেন না। যার কারণে সংযোগটি পুনঃস্থাপন করতে পারছেন না বিটিসিএলের ইঞ্জিনিয়াররা।

(দ্য রিপোর্ট/আরআই/নূরু/এসবি/ডিসেম্বর ১২, ২০১৩)