দ্য রিপোর্ট প্রতিবেদক : ২০০৫ সালে ফেডারেশন কাপের ফাইনালে খেলেছিল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। এটা ছিল যে কোনো টুর্নামেন্টে তাদের শেষ ফাইনাল। ওই আসরে ব্রাদার্সের কাছে শিরোপা হারাতে হয়েছে অল-রেডদের। দীর্ঘ ৮ বছর পর শিরোপা জিতে সেই আক্ষেপ ঘোঁচানোই লক্ষ্য মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলাম মানিকের। পাশাপাশি বিজয়ের মাসে শিরোপা জিতে দেশের মুক্তিযোদ্ধাদের মুখে হাসি ফোঁটাতে চাচ্ছেন। কাজটা যে সহজ নয়, তা ভালোভাবে জানেন অভিজ্ঞ এই কোচ। শুক্রবার ফাইনালে তাদের প্রতিপক্ষ শক্তিশালী শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।

মৌসুমের সব শিরোপার লক্ষ্য নিয়েই এবার মাঠে নেমেছে শেখ জামাল। ফেডারেশন কাপের ফাইনালেও চ্যাস্পিয়ন হওয়ার জন্য লড়বে দলটি। বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন জামালের নাইজেরিয়ান কোচ জোসেফ আফুসি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৫টায় শুরু হবে মৌসুমের প্রথম টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি।

সংবাদ সম্মেলনে শক্তির বিচারে প্রতিপক্ষকে এগিয়ে রেখে মুক্তিযোদ্ধার কোচ মানিক বলেছেন, আমাদের প্রথম লক্ষ্য ছিল সেমিফাইনাল। এখন ফাইনাল খেলছি। প্রতিপক্ষ শেখ জামাল অনেক শক্তিশালী দল। কিন্তু আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। এটা কঠিন কাজ। আবার কঠিনও না। ফাইনাল একটাই হয়। ফাইনালে যারা একটা দল হিসেবে খেলতে পারবে তারাই শিরোপা জিতবে।’

তিনি আরো বলেছেন, ডিসেম্বর মাস, এ মাসে যদি বিজয় পাই তাহলে মুক্তিযোদ্ধাদের মুখে হাসি ফোঁটাতে পারবো। দল বেস্ট পারফরম্যান্স করতে পারলে জয়টা আমরাই পাবো।’

অভিজ্ঞ গোলরক্ষক আমিনুল ও অধিনায়ক মারুফের ইনজুরি নিয়ে মানিক বলেছেন, যুদ্ধ করতে গেলে কেউ আহত হবে, আবার কেউ নিহত হবে-এটাই নিয়ম। আমাদের যা আছে তা নিয়েই যুদ্ধ করতে হবে। শুক্রবার সকাল পর্যন্ত মারুফের জন্য অপেক্ষা করবো। ভাগ্য যদি সঙ্গ দেয় শিরোপা আমরাই জিতবো।’প্রতিপক্ষ দলকে ৯০ মিনিট আটকে রেখে শিরোপা নিজেদের করে নিতে চাচ্ছেন মুক্তিযোদ্ধার অধিনায়ক মারুফ। তিনি বলেছেন, আক্রমণভাগে ওদের যদি সনি নর্দে থাকে তাহলে আমাদের কিংসলে আছে। আমি বলবো ফাইনালে ২ দলেরই ফিফটি ফিফটি সুযোগ রয়েছে। যদি ওদের ৯০ মিনিট আটকে রাখতে পারি তাহলে আমরাই জিতবো।’

অন্যদিকে শেখ জামালের নাইজেরিয়ান কোচ জোসেফ আফুসি বলেছেন, আমি বিশ্বাস করি আমার দল ফাইনালে সেরাটা দেবে। আমরা তৈরি রয়েছি। গত আসরে রানার্স আপ ছিলাম। এবার শিরোপা জিততে চাই। আমি বলবো ফাইনালে ২ দলের সম্ভাবনা সমান সমান। সনি নর্দে ভালো খেলছে। কিন্তু আমরা শুধু সনির উপরই নির্ভরশীল নই। সাইড বেঞ্চেও আমাদের খেলোয়াড় রয়েছে।’

শেখ জামালের অধিনায়ক মামুনুল বলেছেন, এবার দলবদল থেকেই বলেছি মৌসুমের সব শিরোপা আমরা ঘরে তুলবো। ফেডারেশন কাপ আমাদের প্রথম মিশন। ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলবো। বিদেশিরা ভালো খেলছে। শেষ ম্যাচে ডার্লিংটন ও ওয়াটসন দারুণ খেলেছে। সনি নর্দে তো টুর্নামেন্টের শুরু থেকেই ভালো খেলছে। আমাদের টিম ওয়ার্ক খুব শক্তিশালী। ফাইনালে আরও বেশি দিতে হবে।’

(দ্য রিপোর্ট/ওআইসি/নূরু/সিজি/ডিসেম্বর ১২, ২০১৩)