দ্য রিপোর্ট ডেস্ক : এক বিস্ময়বালকের আবির্ভাবে ক্রীড়াবিশ্বে হইচই পড়ে গেছে। তার নাম জেমস গালাঘ। অস্ট্রেলিয়ার বাসিন্দা। সূত্র মতে, সিডনির একটি অনামী টুর্নামেন্টে জেমস নামের ১৩ বছরের ওই বিস্ময়বালক ২০০মিটারে ২১.৭৩ সেকেন্ড দৌড় শেষ করেছেন, যা ১৪ বছর বয়সে করেছিলেন উসাইন বোল্ট। তাকে ডাকা হচ্ছে অস্ট্রেলিয়ার উসাইন বোল্ট বলে৷ আবার কোথাও বলা হচ্ছে অস্ট্রেলিয়ার সাদা বিদ্যুৎ৷ এক কথায় তার মধ্যে অস্ট্রেলিয়ান গবেষকরা বোল্টের ছায়া খুঁজে পেয়েছেন।

২০০ মিটারে এই অভাবনীয় রেকর্ড করার পর শুধু অস্ট্রেলিয়াই নয়, বিশ্বজুড়ে হইচই পড়েছে। জেমসের স্কুলের কোচরা বলাবলি করছেন, ‘জেমস বরাবরই ভালো অ্যাথলেট৷ প্রতিভা ওর মধ্যে রয়েছে৷ সে জন্য কোন সময় চাপ দিই না৷ কিন্তু ২০০ মিটারে ওর সময় সত্যি আমাদের অবাক করে দিয়েছে৷ এখন থেকেই ওকে নিয়ে স্বপ্ন দেখতে পারি আমরা।’

বিস্ময়বালকের এই সময় দেখে অস্ট্রেলিয়াতে গবেষণা চলছে৷ সেখানকার কোচরা বলছেন, ‘২০১৬'র রিও অলিম্পিকের জন্য জেমসকে এখনই তুলে নেওয়া উচিত৷ এই বয়স থেকে অলিম্পিকের প্রস্তুতি নেওয়া উচিত৷ সব সময় এরকম প্রতিভা পাওয়া কঠিন।’

অস্ট্রেলিয়ার জুনিয়র হাই পারফরম্যান্স ম্যানেজার শারা মুলকিয়ানর্স জোর দিয়ে বলছেন, ‘বয়সটা একেবারে অল্প৷ এই বয়সে এই পারফরম্যান্স সত্যি চমকে দেওয়ার মতো৷ কিন্তু সাবধান হওয়ার সময় এসেছে৷ বেশি চাপ দিলে মুশকিল।’

ইতিমধ্যে তাকে দেশের জুনিয়র ট্রেনিং প্রোগামে যুক্ত করার চেষ্টা শুরু হয়ে গেছে।

(দ্য রিপোর্ট/এএস/নূরু/সিজি/ডিসেম্বর ১২, ২০১৩)