দ্য রিপোর্ট ডেস্ক : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে বাংলা একাডেমি। একাডেমির উপপরিচালক মুর্শিদুদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪ ডিসেম্বর ২০১৩ (৩০ অগ্রহায়ণ ১৪২০) শনিবার সকাল ৮টায় একাডেমির পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

বিকেল ৪টায় একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে শহীদ বুদ্ধিজীবী স্মারক বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। এরপর ‘শহীদ বুদ্ধিজীবী এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের ঐতিহাসিক রায়’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন প্রাবন্ধিক-গবেষক মফিদুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অ্যামেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।

এছাড়া সন্ধ্যায় রয়েছে আবৃত্তি পরিবেশনা।

(দ্য রিপোর্ট/ডব্লিউএস/নূরু/এমডি/ডিসেম্বর ১২, ২০১৩)