ব্যাংকঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর দাবি ঢাকা চেম্বারের
দ্য রিপোর্ট প্রতিবেদক : বর্তমান রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ব্যাংক ঋণের শ্রেণিককরণের (ক্ল্যাসিফিকেশন) সময়সীমা পুনর্বিন্যাসের জন্য বাংলাদেশ ব্যাংকের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।
ঢাকা চেম্বারের পক্ষ থেকে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে পাঠানো এক চিঠিতে এ আহ্বান জানানো হয়।
চিঠিতে বলা হয়, ঢাকা চেম্বার মনে করে বর্তমান রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে দেশের ব্যবসায়ী সমাজ তাদের ব্যবসায়িক কর্মকাণ্ড যথাযথভাবে পালন করতে পারছে না। ফলে উৎপাদন ব্যাহত হওয়ায় ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এ অবস্থায় ব্যবসায়ীরা ব্যাংকঋণ পরিশোধে ব্যর্থ হচ্ছেন।
তাই দেশের অর্থনীতির চাকাকে সচল রাখা এবং ব্যবসায়িক কর্মকাণ্ড অব্যাহত রাখার লক্ষ্যে ব্যাংকঋণ পরিশোধের ক্ষেত্রে বর্তমানে বিদ্যমান ৩ মাসের সময়সীমা ৬ মাস এবং ৬ মাসের সময়সীমা ৯ মাস পর্যন্ত বাড়ানোর আহ্বান জানায় ঢাকা চেম্বার।
(দ্য রিপোর্ট/এআই/নূরু/এনডিএস/ডিসেম্বর ১২,২০১৩)