‘আগে জেলকোড মানা হলে, এখন নয় কেন’
দ্য রিপোর্ট প্রতিবেদক : জেলে থাকা অবস্থায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লাকে হাসপাতালে ভর্তি, আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ, ডিভিশন প্রদানসহ সবকিছুই জেলকোর্ড অনুযায়ী করা হলেও এখন কেন তিনি জেলকোডের সুযোগ পাবেন না? প্রশ্ন রেখেছেন তার পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার এক বিবৃতিতে কাদের মোল্লার বড় ছেলে হাসান জামিল বলেন, ‘জেলে থাকা অবস্থায় তার বাবাকে হাসপাতালে ভর্তি, আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ, ডিভিশন প্রদানসহ সবকিছুই জেলকোড মেনে করা হয়েছে। এজন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জেল কর্তৃপক্ষকে বেশ কয়েকবার লিখিত আদেশ দিয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও তার ক্ষেত্রে তখন জেলকোড প্রয়োগের বিরোধিতা করেননি। তবে এখন কেন তিনি জেলকোডের সুযোগ পাবেন না।’
হাসান জামিল বলেন,‘২০১০ সালের ১৩ জুলাই আব্দুল কাদের মোল্লাকে গ্রেফতার এবং পরবর্তীতে জেলখানায় থাকা অবস্থায় সবকিছুই জেলকোড মেনেই করা হয়েছে। কিন্তু তার রায় পরবর্তী কার্যক্রম জেল কোড অনুযায়ী মেনে নিতে চাচ্ছে না সরকার পক্ষ। তাই জনমনে প্রশ্ন উঠেছে, সরকার পক্ষ আব্দুল কাদের মোল্লার রায় দ্রুত বাস্তবায়নের জন্যই জেলকোড মানতে চাচ্ছে না।’
(দ্য রিপোর্ট/ কেএ/নূরু/এমডি/ডিসেম্বর ১২, ২০১৩)