দ্য রিপোর্ট ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে ন্যাটো হেডকোয়ার্টারের কাছে বৃহস্পতিবার এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর বিবিসির।

দ্য ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসট্যান্স ফোর্স (আইসাফ) ঘটনাটি নিশ্চিত করে বলেছে বৃহস্পতিবার স্থানীয় সময় ১০টা ২০মিনিটের দিকে এই বিস্ফোরণ ঘটে।

কাবুলের পুলিশ প্রধান জানান, আফগান ন্যাশনাল ডিরেক্টরেট অফ সিকিউরিটির ভেতরে দুর্ঘটনাবশত একটি রকেট বিস্ফোরিত হয়। এতে কেউ হতাহত হয়নি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এটা কোনো সন্ত্রাসী হামলা নয়।

এর আগে বুধবার কাবুল বিমানবন্দরের কাছে একজন আত্মঘাতী বোমা হামলাকারী কার বিস্ফোরণ ঘটায়। সে ঘটনায়ও কেউ হতাহত হয়নি। ন্যাটো জানায়, বিমানবন্দরের দিকে আসা আইসাফের একটি কনভয়কে লক্ষ্য করে বিস্ফোরণটি ঘটানো হয়েছিলো।

(দ্য রিপোর্ট/ডব্লিউএস/নূরু/এমডি/ডিসেম্বর ১২, ২০১৩)