সুষ্ঠুভাবে এজিএম পরিচালনার নির্দেশ বিএসইসির

বৃহস্পতিবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ৪৯৮তম সভায় চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনসহ অন্যান্য কমিশনারদের উপস্থিতিতে এ নির্দেশনা জারি করা হয়।
পাশপাশি কমিশনের ইতোপূর্বে জারি করা নির্দেশনা যথাযথভাবে পরিপালন নিশ্চিত করতে পুনরায় সার্কুলার জারির সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে কমিশন মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তালিকাভুক্ত কোম্পানির বিশেষ সাধারণ সভা (এজিএম) চলাকালীন এবং পরবর্তীতে আপ্যায়নের সময় প্রায়ই হট্টগোল হয়। এতে এজিএমের মূল কার্যক্রমে বাধা সৃষ্টি হয়। এ বিষয়ে বিএসইসি ২০০০ সালের ২৪ অক্টোবর সার্কুলার জারি করে।
(দিরিপোর্ট২৪ /এনটি/এমএআর/ এমডি/অক্টোবর ২৪, ২০১৩)