দ্য রিপোর্ট প্রতিবেদক : পিজিটিআই প্লেয়ার্স চ্যাম্পিয়নশিপে সাফল্য ধরে রেখেছেন বাংলাদেশের গলফার জামাল হোসেন মোল্যা। প্রতিযোগিতায় অংশ নেওয়া বাকি ২ বাংলাদেশি শাখাওয়াত হোসেন সোহেল ও রেজাউল করিমও আগের অবস্থান থেকে এগিয়েছেন।

প্রফেশনাল গলফ ট্যুর অব ইন্ডিয়া (পিজিটিআই) আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী রাউন্ডে পারের চেয়ে ৩ শট কমে খেলেছেন জামাল। বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ড শেষে লিডার্সবোর্ডের তৃতীয় স্থানে রয়েছেন এই গলফার।

ভালতের নয়ডা গলফ কোর্সে আয়োজিত প্রতিযোগিতায় দ্বিতীয় রাউন্ড ছিল কিছুটা কঠিন। স্থানীয় ও বিদেশি তারকাদের কেউই সুবিধা করতে পারেননি। তবে নির্ধারিত ৭২ শটেই রাউন্ডের খেলা শেষ করতে পেরেছেন জামাল।

দিনের ১৮ হোলের খেলায় দ্বিতীয়, ষষ্ঠ ও ১৮তম হোলে বোগি করলেও অষ্টম, দশম ও ১৮তম হোলে বার্ডি করে অবস্থান ধরে রেখেছেন পিজিটিআই র‌্যাঙ্কিংয়ে ষষ্ঠস্থানে থাকা জামাল। অপরদিকে শাখাওয়াত হোসেন সোহেল ও রেজাউল করিম আগের দিন যৌথভাবে ৫১তম স্থানে থাকলেও দ্বিতীয় রাউন্ড শেষে যথাক্রমে যৌথভাবে ২৪তম ও ৩৭তম স্থানে জায়গা করে নিয়েছেন। দ্বিতীয় দিনে ৭২ শটে (পার) খেলেছেন সোহেল, রেজাউল করিমের অবশ্য পারের চেয়ে ২ শট বেশি (৭৪ শট) খেলার প্রয়োজন হয়েছে।

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/ডিসেম্বর ১২, ২০১৩)