কুষ্টিয়ায় যুবককে শ্বাসরোধ করে হত্যা

আব্দুল হালিম ইসলামী বিশ্ববিদ্যালয় থানার শান্তিডাঙ্গা গ্রামের গনজের মুন্সীর ছেলে। পুলিশ তার লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনির উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করেন। দিরিপোর্ট২৪কে তিনি জানান, বৃহস্পতিবার সকালে চিকন রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী আমাদেরকে খবর দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আব্দুল হালিমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
(দিরিপোর্ট২৪/আইজেকে/ এমডি/অক্টোবর ২৪, ১৩)