সোমালিয়ার নতুন প্রধানমন্ত্রী আবদেলি
দ্য রিপোর্ট ডেস্ক : আবদেলি শেখ আহমেদকে সোমালিয়ার প্রধানমন্ত্রী হিসেবে বৃহস্পতিবার নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। আফ্রিকান এ দেশটিতে ১৪ মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হলো। খবর আলজাজিরার।
দেশটির রাজধানী মোগাদিসুর প্রেসিডেন্সিয়াল প্রাসাদ ভিলা সোমালিয়া থেকে দেওয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রী হিসেবে তার নাম প্রকাশ করা হয়।
গত সপ্তাহে দেশটির পার্লামেন্টে আব্দি ফারাহ শির্ডনের বিপক্ষে অনাস্থা ভোট পাস হওয়ায় তিনি প্রধানমন্ত্রিত্ব হারান। এরপর দেশটির প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদ এ নিয়োগ দিলেন।
কানাডিয়ান নাগরিক আহমেদ রাজনীতিতে একজন নতুন মুখ। ওত্তোয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি নেওয়া আহমেদ একজন অর্থনীতিবিদ। প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত তিনি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকে কর্মরত ছিলেন। এর আগে তিনি পূর্ব ও দক্ষিণ আফ্রিকান ট্রেডিং অঞ্চল সিওএমইএসএ’র হয়ে কাজ করেছেন।
প্রধানমন্ত্রী হওয়ার পথে আহমেদ সাবেক অর্থমন্ত্রী ও নাইরোবি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি করা আবদেলি এলমি গঞ্জেহকে পরাজিত করেন। গঞ্জেহ এর আগে একবার ডেপুটি প্রধানমন্ত্রী ও ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আহমেদ সোমলিয়ার স্থিতাবস্থা ও উগ্রপন্থিদের বিরুদ্ধে যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট।
নিয়োগ পাওয়ার পর কেবিনেট গঠনে ৩০ দিন সময় পাবেন নতুন প্রধানমন্ত্রী।
(দ্য রিপোর্ট/এসকে/ডিসেম্বর ১২, ২০১৩)