দ্য রিপোর্ট প্রতিবেদক : জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের প্রতিবাদে রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি।

কাদের মোল্লার ফাঁসির রায় বৃহস্পতিবার রাতে কার্যকরের পরপরই জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এক বিবৃতির মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা দেন। একইসঙ্গে শুক্রবার দেশের সব মহানগরী ও জেলা- উপজেলায় গায়েবানা জানাজা, শনিবার দোয়া অনুষ্ঠানেরও ঘোষণা দেন তিনি।

কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মকবুল আহমাদ বলেন, ‘সম্পূর্ণ অন্যায়ভাবে সরকার তাকে হত্যা করে নিজেদের রাজনৈতিক মৃত্যু ডেকে এনেছে। শহীদ আব্দুল কাদের মোল্লার প্রতিফোঁটা রক্ত তার হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের প্রত্যেকের জন্য অভিশাপ বয়ে আনবে। তাদের ধ্বংস অনিবার্য। তাদের করুণ পরিণতি দেশবাসী অতি শিগগিরই প্রত্যক্ষ করবে।’

কাদের মোল্লার ফাঁসির রায়কে মানব ইতিহাসের কলঙ্কজনক ও রাজনৈতিক হত্যাকাণ্ড উল্লেখ করে দেশের আপামর জনতাকে ঐক্যবদ্ধভাবে চলমান গণআন্দোলন তীব্র থেকে তীব্রতর করে সরকারের পতন নিশ্চিতের আহ্বান জানান তিনি।

(দ্য রিপোর্ট/কেএ/এনডিএস/ডিসেম্বর ১২,২০১৩)