দ্য রিপোর্ট ডেস্ক : মাইক্রোসফট জানিয়েছে তাদের এক্সবক্স ওয়ান কনসোলটির বিক্রি ২ মিলিয়ন ছাড়িয়ে গেছে। বাজারে আসার মাত্র ১৮ দিন পর এই সংখ্যা পেরিয়েছে।

কোম্পানি জানায় কনসোলটি প্রতিদিন গড়ে ১,১১,১১১ ইউনিট করে ব্যবহৃত হচ্ছে। বাজারে ছাড়ার পর থেকে গেইমস, টিভি, অ্যাপসের জন্য কনসোলটি ব্যবহার করা হয়েছে ৮৩ মিলিয়ন ঘণ্টার চেয়ে বেশি।

আলোচিত কনসোলটি বাজারে আসে ২২ নভেম্বর। কনসোলটি এখন উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইউরোপের কয়েকটি দেশে পাওয়া যাচ্ছে। ২০১৪ সালে বাকি দেশগুলোতেও পাওয়া যাবে। যার প্রধান প্রতিদ্বন্ধী হলো সনির প্লে স্টেশন।

এক্সবক্সের স্ট্যাটেজি অ্যান্ড মার্কেটিং বিভাগের কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট ইউসুফ মেহদি বলেন, এর চাহিদা দিন দিন বাড়ছে। বেশির ভাগ বিক্রেতার কাছে কনসোলটি শেষ হয়ে গেছে।

নির্মাতা প্রতিষ্ঠানের লক্ষ্য হলো একে বিনোদনের প্রধান উপায় হিসেবে প্রতিষ্ঠিত করা। এতে টিভি, গান শোনা, ফটো দেখা যায়- এমনকি স্কাইপিতে ভিডিও কলও করা যায়।

(দ্য রিপোর্ট/ডব্লিউএস/ডিসেম্বর ১২, ২০১৩)