কুমিল্লায় শিবিরকর্মী নিহত, আহত ১০
কুমিল্লা সংবাদদাতা : জেলায় বৃহস্পতিবার সন্ধ্যায় আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে জামায়াত-শিবিরকর্মীদের সংঘর্ষে আনোয়ার হোসেন নামে এক শিবিরকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন।
নাথের পেটুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি সভাপতি হারুনুর রশিদ বিষয়টি নি্শ্চিত করেছেন। দ্য রিপোর্টকে তিনি জানান, সংঘর্ষ চলাকালে আনোয়ার হোসেন আহত হয়। রাত ৮টার দিকে তাকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
আনোয়ার মনোহরগঞ্জ উপজেলার ধুপাইমুড়ি গ্রামের আবু তাহেরের ছেলে। সে মনোহরগঞ্জ মাদ্রাসা থেকে আলিম পাশ করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় জামায়াতে ইসলামী নেতা আবদুল কাদের মোল্লার মৃত্যুদণ্ডের রায় পর্যালোচনার আবেদন খারিজের পর জামায়াত-শিবিরকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। এরপর তারা বিপুলাসার বাজার ও পার্শ্ববর্তী রেল লাইনের ফিসপ্লেট খোলার চেষ্টা করে এবং পাশের বিপুলারসার বাজারে ভাঙচুরের চেষ্টা চালায়।
খবর পেয়ে মনোহরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাশকতাকারীদের বাধা দিলে সংঘর্ষ বাধে। এসময় র্যাব ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এসময় ১০ জন আহত হয়। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
মনোহরগঞ্জ থানার ওসি হারুন-অর-রশিদ চৌধুরী দ্য রিপোর্টকে জানান, বিজিবি ও র্যাবের যৌথ চেষ্টায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।
(দ্য রিপোর্ট/জেপি/এইচএস/এমএআর/ডিসেম্বর ১৩, ২০১৩)