বান্দরবানে ব্রিজ উৎপাটন, পুলিশ অবরুদ্ধ
চট্টগ্রাম সংবাদদাতা : কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের পর বান্দরবান-কেরানীহাট সড়কে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় একটি ব্রিজ উপড়ে ফেলেছে জামায়াত-শিবিরকর্বীরা। সড়কের বড় দোয়ার এলাকায় এ সময় দুই প্লাটুন পুলিশ অবরুদ্ধ হয়ে পড়ে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় কার্যকরের পর জামায়াত-শিবিরকর্মীরা ১নং ব্রিজটি উপড়ে ফেলে। এ সময় সেখানে দুই প্লাটুন পুলিশ সদস্য অবরুদ্ধ হয়ে পড়েন। তাদের উদ্ধারে র্যাব-বিজিবি ঘটনাস্থলে পৌঁছেছে।
এছাড়া ওই সড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে প্রতিবন্ধকতা তৈরি করে জামায়াত-শিবিরকর্মীরা।
(দ্য রিপোর্ট/কেএইচ/এমএআর/ডিসেম্বর ১৩, ২০১৩)