জাতির প্রত্যাশা পূরণ, কলঙ্ক মোচন শুরু : ১৪ দল
দ্য রিপোর্ট প্রতিবেদক : মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হওয়ার মধ্যদিয়ে জাতির কলঙ্ক মোচন শুরু হয়েছে বলে মনে করছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।
রায় কার্যকরের পর প্রাথমিক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভাপতি নূহ-উল-আলম লেনিন দ্য রিপোর্টকে বলেন, একজনের দণ্ডাদেশ কার্যকরের মাধ্যমে জাতির ঘাড়ের কলঙ্কের বোঝা অনেকটাই হালকা হলো। এই ফাঁসি কার্যকরের মাধ্যমে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সূচনা হলো।
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া দ্য রিপোর্টকে বলেন, রায়ের বাস্তবায়ন প্রত্যাশিত ছিলো। কাদের মোল্লার বিচারের রায় নিয়ে জনগণ উদ্বেলিত হয়েছে। মুক্তিযুদ্ধের পক্ষের যে আন্দোলন তা আরও শক্তিশালী হয়েছে। রায় বাস্তবায়নের মাধ্যমে উদ্বেলিত জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হলো।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, একাত্তরে জাতির কপালে যে কলঙ্ক লেপন করা হয়েছিল তা মোচন শুরু হলো এই রায় কার্যকরের মাধ্যমে। এর মাধ্যমে জনগণ আশ্বস্ত হয়েছে বাকি রায়গুলোও যথাসময়ে কার্যকর করা হবে।
গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম দ্য রিপোর্টকে বলেন, দেশবাসীর মত আমরাও মনে করি রায় দীর্ঘ ৪২ বছর পর এই রায়ে শহীদদের আত্মা শান্তি পাবে। শহীদ পরিবার স্বস্তি পাবে। দীর্ঘদিন পরে হলেও বিচার পেয়েছে। এটা আইনের শাসনের মাইল-ফলক। আমি মনে করি মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত সকলের শাস্তি হওয়া উচিত।
(দ্য রিপোর্ট/এইউএ/এইচএসএম/ডিসেম্বর ১৩, ২০১৩)