দ্য রিপোর্ট প্রতিবেদক : জামায়াতে ইসলামীর নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হওয়ার পর বিশিষ্ট কয়েকজন নাগরিক দ্য রিপোর্টের কাছে জানিয়েছেন তাদের প্রতিক্রিয়া।

ড. আনিসুজ্জামান

এমিরেটাস অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়

‘আমি এই বিচার কার্যকরের উদ্যোগকে ন্যায়বিচার প্রতিষ্ঠার পদক্ষেপ হিসেবে দেখি।’

. মুনতাসির মামুন

ইতিহাসবিদ

‘আমরা এতদিন শুধু বলে এসেছি যে এই দেশে একটি গণহত্যা হয়েছিল। বিচারের দাবি জানিয়ে এসেছি। বিচার সম্পন্ন এবং রায় কার্যকরের মাধ্যমে সেটি আজ স্বীকৃতি পেল। এই ফাঁসির মাধ্যমেই সব কাজ শেষ হয়ে যায়নি। বরং নতুন দিনের যাত্রা শুরু হলো। ৪২ বছরের প্রতীক্ষা শেষ হলো।’

ব্যারিস্টার রফিক-উল হক

আইনজীবী

‘বিচার শেষে রায় কার্যকর হলো। এটাই আইনের শাসনের নিয়ম। বিচার হয় অপরাধীর। কিন্তু একজন মানুষের জীবন হারানোর ক্ষেত্রে হাততালি দেওয়ার কিছু নাই বলে আমি মনে করি।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, এই বিচার জনতার বিজয়। সাধারণ মানুষের বিজয়। গণজাগরণ মঞ্চের বিজয়। এখানেই থেমে যেন না থাকে। অন্যান্য অপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ১৯৭১ সালে যুদ্ধাপরাধের ক্ষেত্রে যেসব আন্তর্জাতিক শক্তি জড়িত ছিল তাদের বিষয়ে তথ্য প্রকাশ করতে হবে। আমেরিকাসহ সকল অপশক্তির মুখোশ উন্মোচন করে দিতে হবে।’

ফারুক খান

সাবেক মন্ত্রী, সংসদ সদস্য আওয়ামী লীগ

‘জাতি আজ কলঙ্কমুক্ত হলো। আইনের শাসনের বিরল দৃষ্টান্ত স্থাপিত হলো। এটা শুধু বাংলাদেশের জন্য নয়। সারা বিশ্বের জন্য অনুসরণীয়। অপরাধ যখনই হোক। বিচারের মুখোমুখি হতেই হয়। এই দৃষ্টান্ত বিশ্ববাসীকে নতুন করে পথ দেখাবে। বাংলাদেশ বর্তমান বিশ্বে অনেক বিষয়েই রোল মডেলের জায়গায় পৌঁছেছে। এবার নতুন দৃষ্টান্ত স্থাপিত হলো।’

. আবুল বারাকাত

অর্থনীতিবিদ

‘জামায়াত অর্থনীতির দিক দিয়ে খুব শক্তিশালী একটি রাজনৈতিক দল। দেশে তাদের ২ হাজার কোটি টাকার ব্যবসা-বাণিজ্য ছড়িয়ে ছিটিয়ে আছে। তাদেরকে রাজনৈতিক ও অর্থনৈতিক দুইভাবেই মোকাবেলা করতে হবে।’

(দ্য রিপোর্ট/বিকে/এইচএস/ডিসেম্বর ১৩, ২০১৩)