পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ২, আহত ৭
দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তানে রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে কমপক্ষে দুই জন নিহত এবং সাতজন আহত হয়েছে। নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার সমস্যা সংকুল উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় এই হতাহতের ঘটনা ঘটেছে। খবর এনডিটিভির।
সেনাবাহিনীর গাড়িবহরটি উত্তর ওয়াজিরিস্তানের প্রধান শহর মিরানশাহর স্পিনওয়াম গ্রাম দিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। আফগানিস্তান-পাকিস্তানের সীমান্তবর্তী এই এলাকায় তালেবান এবং আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত অস্ত্রধারীদের শক্ত অবস্থান রয়েছে।
একজন শীর্ষ সেনা কর্মকর্তা জানিয়েছেন, রাস্তার পাশে পুঁতে রাখা বোমার আঘাতে দুই জন নিহত এবং সাতজন আহত হয়েছে।
পাকিস্তানি কর্মকর্তারা এই হামলার জন্য ‘দুর্বৃত্তরা’ দায়ী বলে দাবি করেছে।
পাকিস্তানে তেহরিক-ই-তালেবান এবং আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত গ্রুপগুলো সাম্প্রতিক বছরগুলোতে রক্তক্ষয়ী হামলার পরিমাণ বৃদ্ধি করেছে। এ সময় তারা নিরাপত্তা বাহিনী এবং সরকারি প্রতিষ্ঠান লক্ষ্য করে বার বার হামলা চালিয়েছে।
(দ্য রিপোর্ট/আদসি/এইচএসএম/ডিসেম্বর ১৩, ২০১৩)