ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা : কঙ্গোতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মো. রফিকুল ইসলাম (৩৩) নামে এক সেনাসদস্য।

কঙ্গোতে বুধবার টহলে যাওয়ার সময় তিনি নিহত হন। রফিকুলের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সীমান্তবর্তী মধুপুর গ্রামে। তার পিতা আবু তাহের মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য ছিলেন।

নিহত রফিকুলের বাড়িতে গিয়ে দেখা যায় চলছে শোকের মাতম।

নিহতের মামা মিজানুর রহমান দ্য রিপোর্টকে জানান, একমাস আগে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কঙ্গোতে যান রফিকুল। বুধবার টহলে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন। নিহত হওয়ার সংবাদ পাওয়ার পরেই ছেলের ছবি বুকে নিয়ে বারবার মূর্ছা যাচ্ছিলেন রফিকের মা মোমেনা খাতুন।

তিনি আরো জানান, রাজশাহী ক্যান্টনমেন্টের কমান্ডিং অফিসারের সাথে যোগাযোগ করা হয়েছে। আগামী ২/৩ দিনের মধ্যে রফিকুলের লাশ দেশে আসবে বলে তিনি জানিয়েছেন।

পরিবারের লোকেরা জানান, স্বামীর মৃত্যুর খবর পেয়ে স্ত্রী রোকসানা বেগম ঢাকার বাসায় অজ্ঞান হয়ে পড়ে আছেন।

দুই সন্তানকে নিয়ে রফিকের স্ত্রী রোকসানা বেগম ঢাকার সায়েদাবাদ এলাকায় থাকেন। বাবা আবু তাহের, মা মোমেনা খাতুনসহ পরিবারের অন্যরা গ্রামের বাড়িতেই থাকেন।

(দ্য রিপোর্ট/এইচএমএস/এমএইচও/এমডি/ডিসেম্বর ১৩, ২০১৩)