মৌলভীবাজার সংবাদদাতা : জেলার রাজনগন উপজেলার মনসুরনগরের ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি মিলন বখতের বাসায় বৃহস্পতিবার রাত পৌনে ১টায় ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় তার ব্যক্তিগত গাড়িতে আগুন দেওয়া হয়। তবে কেউ হতাহত হয়নি।

মিলন বখত জানান, মৌলভীবাজার শহরের পোস্ট অফিস রোডের নিজ বাসায় তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় জামায়াত-শিবিরকর্মীরা। এসময় তিনি ও তার পরিবার বাসার তিন তলায় ছিলেন। বিকট শব্দ পেয়ে বারান্দায় এসে ধোঁয়া ও আগুন দেখতে পেয়ে দমকল বাহিনী ও পুলিশকে খবর দেন।

খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভালেও তার ব্যবহৃত প্রাইভেট কারটির পুড়ে যায়।

মিলন বখত উপস্থিত সাংবাদিকদের জানান, সম্প্রতি জামায়াত-শিবির ডাকযোগে চিঠি লিখে তাকে প্রাণে মারার হুমকি দেয়। এ ঘটনায় ইউনিয়নবাসী মানববন্ধন কর্মসূচিও পালন করেছে।

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

(দ্য রিপোর্ট/টিএফ/এইচএস/ডিসেম্বর ১৩, ২০১৩)