সুনামগঞ্জে চাঁদার দাবিতে অর্ধশতাধিক নৌকা আটক
সুনামগঞ্জ সংবাদদাতা : ইটভাটায় কয়লা পরিবহনের সময় চাঁদা না দেওয়ায় তাহিরপুর উপজেলার পাটলাই নদীতে (মন্দিয়াতা গ্রাম সংলগ্ন) শুক্রবার ভোর ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অর্ধশতাধিক কয়লাবোঝাই নৌকা আটক করে রেখেছে চাঁদাবাজরা।
বিপাশা নৌ-পরিবহনের মাঝি ইসমাইল মিয়া, মিশু-সুমন পরিবহনের মাঝি মুসা মিয়া, হাতেম পরিবহনের মাঝি আবু লাল অভিযোগ করেন, দেবোত্তর ও ওয়াকফ স্টেটের নামে একদল ৫০০ থেকে ১৫০০ টাকা, খাস কালেকশনের নামে আরেকদল ৬০০ থেকে ১ হাজার টাকা হারে চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় আমাদের কয়লাবোঝাই নৌকাগুলো আটক করে রেখেছে।
কিশোরগঞ্জ জেলার বাজিতপুর নৌকা মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, চাঁদাবাজদের কথামতো চাঁদা না দিলে নৌকা আটক রাখাসহ মাঝিদের মারধর করে মালামাল লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে আমরা বারবার প্রশাসনে দ্বারস্থ হলেও সহযোগিতা পাইনি।
তাহিরপুর থানার ওসি আনিসুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমার জানামতে দুইপক্ষের কাগজ আছে। তারপরও বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।
উল্লেখ্য, ৩০ অক্টোবর বুধবার সকালে একই কায়দায় দেড় শতাধিক ইঞ্জিনের নৌকা পাটলাই নদীতে দুদিন আটক থাকার পর সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ নজরুল হোসেনের নির্দেশে ছেড়ে দেওয়া হয়। সেই সঙ্গে চাঁদাবাজদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তিনি ওসিকে নির্দেশ দেন।
(দ্য রিপোর্ট/আরএআর/এফএস/এএস/ডিসেম্বর ১৩, ২০১৩)