বগুড়ায় এক ব্যক্তির হাত কেটে দিয়েছে দুর্বৃত্তরা
বগুড়া সংবাদদাতা : জেলার শেরপুরে সড়কে ফেলে রাখা গাছ সরিয়ে ফেলার সময় দুর্বৃত্তরা এক ব্যক্তির হাত কেটে দিয়েছে।
শেরপুর থানার ওসি আলী আহম্মেদ হাশমী জানান, শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে শেরপুর-ধুনট সড়কে ফেলে রাখা গাছ সানাউল্লাহ নামের এক ব্যক্তি সরিয়ে ফেলছিলেন। এ সময় জামায়াত-শিবির নেতাকর্মীরা তার হাত কেটে ফেলে। বর্তমানে তিনি শেরপুর স্বাস্থকমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসি কার্যকর হওয়ার পর পরই জামায়াত-শিবির রাস্তায় নেমে আসে। বৃহস্পতিবার রাতে বগুড়া-ঢাকা মহাসড়কের শেরপুর থেকে শাজাহানপুর পর্যন্ত এবং বগুড়া-দিনাজপুর মহাসড়কে গোকুল থেকে মোকামতলা পর্যন্ত কয়েকটিস্থানে গাছ কেটে ফেলে বেরিকেড দেয়।
এদিকে বগুড়া সান্তাহার লালমনিরহাট রুটে বিভিন্ন স্থানে গাছ ফেলায় ট্রেন চলাছল সাময়িক বন্ধ আছে।
সান্তাহার রেল ওয়ে পুলিশের ওসি শরিফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত থেকেই সান্তাহার-লালমনিরহাট রুটে ট্রেন চলাচলা সাময়িক বন্ধ রাখা হয়েছে। তবে শুক্রবার ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।
বগুড়া পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, মহাসড়কের কয়েকটি স্থানে বৃহস্পতিবার রাতে গাছ কেটে ফেলে রেখেছে জামায়াত-শিবির। সেগুলো সকাল থেকে পুলিশ সরিয়ে ফেলছে।
(দ্য রিপোর্ট/এএইচ/এসবি/ডিসেম্বর ১৩, ২০১৩)