গাজীপুর সংবাদদাতা : গাজীপুরের টঙ্গীতে একটি মশার কয়েল কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে। টঙ্গীর বিসিক শিল্প এলাকার মিরাশপাড়ায় মালাবেজ ম্যানুফ্যাকচারিং লিমিটেড নামে একটি মশার কয়েল কারখানায় শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে আগুনের সূত্রপাত।

কারখানা সংশ্লিষ্টদের সূত্রে জানা গেছে, সকাল পৌনে ৭টায় কয়েল শুকানোর ড্রায়ার মেশিন থেকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের জয়দেবপুর ও টঙ্গীর ৩টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে। তবে ধোঁয়ায় আশপাশ আচ্ছন্ন হয়ে যাওয়ায় এবং কারখানার কাঁচামালের উৎকট গন্ধে আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসকর্মীদের বেগ পেতে হচ্ছে। কারখানায় কয়েলের কাঁচামালের স্তূপের আগুন নেভাতে অনেক সময় লাগবে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসকর্মীরা।

(দ্য রিপোর্ট/এমএম/শাহ/এএস/ডিসেম্বর ১৩, ২০১৩)