গাজীপুর সংবাদদাতা : প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর গাজীপুরের টঙ্গীর মশার কয়েল কারখানার আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকল বাহিনী।

গাজীপুর দমকল বাহিনীর উপ-পরিচালক আবু জাফর জানান, ফায়ার সার্ভিসের জয়দেবপুর ও টঙ্গীর তিনটি ইউনিট চেষ্টা চালিয়ে সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় তাদের কয়েক কর্মী অসুস্থ্ হয়ে পড়েন। ড্রায়ার মেশিন থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে জানান তিনি।

শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে টঙ্গীর বিসিক শিল্প এলাকার মিরাশপাড়ার মালাবেজ ম্যানুফ্যাকচারিং লিমিটেড নামের মশার কয়েল কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

(দ্য রিপোর্ট/এমএফ/শাহ/এসবি/ডিসেম্বর ১৩, ২০১৩)