সাতক্ষীরায় আ.লীগ ও যুবমৈত্রীর নেতার বাড়িতে আগুন
সাতক্ষীরা সংবাদদাতা : বৃটিশবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক, মাস্টারদা সুর্যসেনের সহকর্মী, ব্রিটিশদের হাতে আন্দামান দ্বীপপুঞ্জে অবরুদ্ধ কেশব চন্দ্র সমাজদারের ছেলে অমল সমাজদারের বাড়িঘর ভাঙচুর করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে সদর উপজেলার সাতানী নারায়ণজোল গ্রামে ২০-৩০ জন জামায়াত-শিবির অমল সমাজদারের বাড়িতে হামলা করে। এ সময় তারা বাড়িঘর ভেঙ্গে আসবাবপত্র তছনছ করে আগুন ধরিয়ে দেয়। অমল সমাজদারকে বেধড়ক মারধর করে। অমল সমাজদার সাতক্ষীরা যুবমৈত্রীর সহ-সভাপতি।
এ ছাড়া সদর উপজেলার বল্লী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বজলুর রহমানের বাড়িঘর ও একটি দোকান ভেঙ্গে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনা নিশ্চিত করে জানান, সেখানে পুলিশ ও বিজিবির সমন্বয়ে একটি টিম পাঠানো হয়েছে। রাস্তায় গাছ থাকায় সেখানে যেতে দেরি হচ্ছে বলে জানান তিনি।
(দ্য রিপোর্ট/এমআর/শাহ/এসবি/ডিসেম্বর ১৩, ২০১৩)