ইনিংস ব্যবধানে হারল ওয়েস্ট ইন্ডিজ
দ্য রিপোর্ট ডেস্ক : এক ইনিংস ও ৭৩ রানের ব্যবধানে ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় টেস্টে হেরেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ে ১-০ ব্যবধানে সিরিজ এগিয়ে গেল স্বাগতিকরা।
নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে করা ৪৪১ রানের জবাবে ব্যাটিং করতে নেমে ১৯৩ রানেই গুটিয়ে যায় সফরকারীদের প্রথম ইনিংস। আগের দিনের ১৫৮ রানে ৪ উইকেট হারিয়ে তৃতীয় দিনে ব্যটিং করতে নেমে উইকেটে দাঁড়াতেই পারেনি তারা। দলীয় ১৭৫ রানে বোল্টের বলে আউট হওয়ার আগে সুনীল নারিন করেছেন ২২ রান। এর এক ওভার পরই বোল্টের তৃতীয় শিকারে পরিণত হন মারলন স্যামুয়েলস। আউট হওয়ার আগে করেছেন ৬০ রান। দলীয় ১৮২ রানে ৬ নম্বর ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন তিনি। ৭ নম্বর ব্যাটসম্যান দিনেশ রামদিন ১২ রান করে রানআউট হয়ে ফিরে যান। এরপর শেষের ৪ ব্যাটসম্যানের কেউই আর রানের দেখা পাননি। ফলে ফলোঅনের লজ্জায় পড়ে ওয়েস্ট ইন্ডিজ।
নিউজিল্যান্ডের পক্ষে ট্রেন্ট বোল্ট ৬টি এবং টিম সাউদি ও কোরে অ্যান্ডারসন ২টি করে উইকেট লাভ করেন।
দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা আবারো সফরকারীদের ব্যাটিংয়ে পাঠায়। এবারও ব্যর্থতার পরিচয় দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা।
বলতে গেলে বোল্টের কাছেই হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। সফরকারীরা এবার অলআউট হয়ে গেছে মাত্র ১৭৫ রানে। আর বোল্ট নিয়েছেন ৪ উইকেট।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৮৫ রানেই প্রথম ৩ ব্যাটসম্যানকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। কির্ক অ্যাডওয়ার্ডস ৩৫, কিয়েরন পাওয়েল ৩৬ ও ড্যারেন ব্রাভো ০ রান করে ফিরে যান। আগের ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান মারলন স্যামুয়েলস টিম সাউদির বলে ১২ রান করে আউট হন। ৫ নম্বর ব্যাটসম্যান শিবনারায়ণ চন্দরপল ৩১ রানে অপরাজিত থাকেন। সুনীল নারিন ১২, দিনেশ রামদিন ১৯ ও টিনো বেস্ট ২১ রান সংগ্রহ করেছেন। ১০ নম্বর ব্যাটসম্যান হিসেবে শেনন গ্যাব্রিয়েলকে বোল্ড করে সফরকারীদের ইনিংসের সমাপ্তি ঘটিয়েছেন ট্রেন্ট বোল্ট। বড় ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে নিউজিল্যান্ড।
ট্রেন্ট বোল্ট ৪টি এবং টিম সাউদি ৩টি উইকেট লাভ করেন। এর আগে সিরিজের প্রথম ম্যাচটি ড্র হয়েছিল । ১৯ ডিসেম্বর হ্যামিল্টনে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট ।
সংক্ষিপ্ত স্কোর :
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ১৯৩: দ্বিতীয় ইনিংস: ১৭৫ (চন্দরপল ৩১*, পাওয়েল ৩৬; বোল্ট ৪০/৪, সাউদি ২৪/৩);
নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ৪৪১ (টেলর ১২৯, ওয়াটলিং ৬৫; বেস্ট ১১০/৪, গ্যাব্রিয়েল ৮৬/২)
ফল : নিউজিল্যান্ড ইনিংস ও ৭৩ রানে জয়ী।
ম্যাচ সেরা : ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)
(দ্য রিপোর্ট/এমআই/নূরু/ শাহ/জেএম/ডিসেম্বর ১৩, ২০১৩)