দ্য রিপোর্ট ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে আগস্ট মাসে রাসায়নিক অস্ত্র ব্যবহারের পাশাপাশি দেশটির আরো চারটি জায়গায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রমাণ পেয়েছে জাতিসংঘ। চলতি বছরের মার্চ থেকে আগস্টের শেষ পর্যন্ত এসব হামলা চালানো হয় বলে জাতিসংঘের প্রতিবেদনে জানা গেছে।

বৃহস্পতিবার প্রকাশিত ওই প্রতিবেদনে এসব এলাকায় সাতবার রাসায়নিক হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

জাতিসংঘের প্রধান তদন্তকারী কর্মকর্তা অ্যাকে সেলস্ট্রমও রাসায়নিক হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই প্রতিবেদনে ‘বিশ্বাসযোগ্য প্রমাণের’ উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ঘোওটা, খান আল-আসাদ, জোবার, সারাকেব ও আশরাফি সাহনায়া এলাকায় রাসায়নিক হামলা চালানো হয়েছে। তবে বাহারিয়াহ ও শেখ মাকসুদে রাসায়নিক হামলার সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি বলে জাতিসংঘ জানিয়েছে।

বিদ্রোহী নিয়ন্ত্রিত ঘোওটা এলাকায় বেসামরিক মানুষের ওপর ব্যাপকহারে রাসায়নিক পদার্থ সারিন ব্যবহারের সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে বলে জাতিসংঘের তদন্তকারী কর্মকর্তা জানিয়েছে।

জোবার, সারাকেব ও আশরাফি সাহনায়া এলাকায় স্বল্পমাত্রায় সারিন ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে বলে জাতিসংঘ জানিয়েছে।

এদিকে, জাতিসংঘের মহাসচিব বান কি মুন সিরিয়াসহ বিশ্বের সব দেশে বিপজ্জনক অস্ত্রের ব্যবহার বন্ধের আহ্বান জানিয়েছেন।

শুক্রবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে ও সোমবার নিরাপত্তা পরিষদের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলেও জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।

প্রসঙ্গত, সিরিয়ায় দুই বছরেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধে এক লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে। সূত্র: আলজাজিরা।

(দ্য রিপোর্ট/কেএন/রা/জেএম/ডিসেম্বর ১৩, ২০১৩)