দ্য রিপোর্ট ডেস্ক : পশু খাদ্য কেলেঙ্কারি মামলায় ভারতের সাবেক রেলমন্ত্রী লালু প্রসাদ যাদবের জামিন মঞ্জুর করেছে দেশটির সর্বোচ্চ আদালত। শিগগির তাকে ঝাড়খণ্ডের কারাগার থেকে মুক্তি দেয়া হবে বলে জানা গেছে। সর্বোচ্চ আদালত শুক্রবার লালু প্রসাদের জামিন মঞ্জুর করেন।

বিহারের মুখ্যমন্ত্রী থাকাকালে পশু খাদ্য কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার দায়ে রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালু প্রসাদকে (৬৬) চলতি বছরের সেপ্টেম্বরে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়।

তবে জামিন পেলেও ভারতের আইনানুযায়ী আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না লালু প্রসাদ। এই মামলায় অন্য ৩৭ জন এর মধ্যে জামিন পেয়েছেন।

এদিকে লালু প্রসাদের মুক্তি বিহারে ব্যাপক প্রভাব ফেলবে বলে জানিয়েছে রাঘুভানশ প্রসাদ সিং।

প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর ৩৭ কোটি টাকার পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় লালু প্রসাদ যাবদকে দোষী সাব্যস্ত করে সিবিআই আদালত। কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত ৪৫ জনকে ৩ অক্টোবর বিহারের বিরশা মুন্ডা কারাগারে পাঠানো হয়। সূত্র : এনডিটিভি, জিনিউজ।

(দ্য রিপোর্ট/কেএন/রা/এমসি/ডিসেম্বর ১৩, ২০১৩)