ওয়াকার বিরোধী শোয়েব আখতার
দ্য রিপোর্ট ডেস্ক : ক্যারিয়ারে রিভার্স সুইং ও ইয়র্কায়ের বিশ্ব বোলিংয়ের জন্য নিজেকে অন্যভাবে চিনিয়েছেন পাকিস্তানে ওয়াকার ইউনুস। দায়িত্ব পালন করেছেন অধিনায়ক ও কোচ হিসেবেও। তবে তার ওপর বেজায় ক্ষুব্ধ শোয়েব আখতার। বিষ মাখানো ভাষায় তিনি বলেছেন ‘ওয়াকার কখনো ভালো কোচ বা অধিনায়ক ছিলেন না।’
আচানক ওয়াকারের ওপর এমন ক্ষেপে যাননি শোয়েব। গুঞ্জন রয়েছে ডেভ হোয়াইটমোরের সঙ্গে বোর্ডের চুক্তি শেষ হওয়ার পর আবারও পাকিস্তানের কোচ হিসেবে দায়িত্ব নিতে পারেন তিনি। এতেই যতো আপত্তি শোয়েবের।
২০১১ সালের বিশ্বকাপে ভারতের বিপক্ষে সেমিফাইনালে দলে ঠাঁই হয়নি তার। এরপর টিম ম্যানেজমেন্টকে একহাত নিয়েছেন শোয়েব। ওই প্রসঙ্গটি আবারও টেনে এনে জিও সুপার চ্যানেলকে শোয়েব বলেছেন, ‘অধিনায়ক শহীদ আফ্রিদি দলে নিতে চাইলেও টিম ম্যানেজমেন্ট, ইন্তিখাব আলম ও ওয়াকার ইউনিস আমাকে সেমিফাইনালের জন্য আনফিট ঘোষণা করেছেন। বিশ্বাস করুন, এটা আমার জীবনের সবচেয়ে বাজে অভিজ্ঞতা। আমি কষ্ট পেয়েছিলাম। তাই বলেছিলাম, কিভাবে আমাকে আনফিট ঘোষণা করা হলো বিষয়টি বলুন।’
সাবেক পেসার আরও বলেছেন, ‘বিশ্বকাপে অধিনায়ক আফ্রিদির সঙ্গে কোনো সমস্যা ছিল না। কিন্তু কোচ ওয়াকার ও ইন্তিখাব ছিলেন আমার বিপক্ষে। আমাদের প্রতি তার (ওয়াকার) ব্যবহার কখনোই গ্রহণযোগ্য ছিল না।’ শুধু শোয়েব নন, ওয়াকারের বিরুদ্ধে অভিযোগ করেছেন মুহাম্মদ ইউসুফ ও আফ্রিদির মতো ক্রিকেটারারও।
২০১১ সালের সেপ্টেম্বরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ওয়াকার। আগামী ফেব্রুয়ারিতে ডেভ হোয়াইটমোরের সঙ্গে চুক্তি শেষ হবে বোর্ডের। গুজব রয়েছে আবারও দায়িত্ব নিতে পারেন ওয়াকার ইউনুস।
(দ্য রিপোর্ট/সিজি/নূরু/ডিসেম্বর ১৩, ২০১৩)