চট্টগ্রামে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষ, আহত২০
চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামের লোহাগাড়ায় সড়কের উপর থেকে গাছের গুঁড়ি সরানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরকর্মীদের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছোঁড়ে । শুক্রবার দুপুর ২টা থেকে টানা ৪টা পর্যন্ত এ সংঘর্ষ হয়।
লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ শাহজাহান জানান, মহাসড়ক থেকে গাছের গুঁড়ি সরানোর সময় অবরোধকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়ে এবং মিছিল করার চেষ্টা করে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শটগানের ফাঁকা গুলি ছুঁড়লে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় দুজন পুলিশসহ ২০জন আহত হয়েছে। উল্লেখ্য, কাদের মোল্লার ফাঁসির পর জামায়াত-শিবিরের নেতাকর্মীরা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করে।
অন্যদিকে ইসলামী মহাসম্মেলনের মাঠ ব্যবহারের অনুমতি না পাওয়ায় পূর্বঘোষিত আজকের বিক্ষোভ কর্মসূচি পালন করেনি হেফাজতে ইসলাম। একই দাবিতে আগামী রবিবার বৃহত্তর চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি বহাল রেখেছে তারা।
(দ্য রিপোর্ট/ কেএইচ/নূরু/ এপি/ এমডি/ ডিসেম্বর ১৩, ২০১৩)