দ্য রিপোর্ট ডেস্ক : সিআইএ’র হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে এক আমেরিকান নাগরিককে আটক করা হয়েছে।

এফবিআই’র সাবেক এজেন্ট রবার্ট লেভিনসন নামের ওই আমেরিকান সাত বছর ধরে ইরানে সিআইএ’র একটি গোপন মিশনে গুপ্তচরবৃত্তি করছিলেন বলে সংবাদ সংস্থা এপি’র এক প্রতিবেদনে বলা হয়েছে।

২০০৭ সালের মার্চে ইরানের কিশ দ্বীপে এক ব্যবসায়িক ভ্রমণে যাওয়ার পর লেভিনসনের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না বলে ওই প্রতিবেদনে বলা হয়।

যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে তাকে খুঁজে বের করায় সাহায্য করতে ইরানের প্রতি বারবার আহ্বান জানানো হচ্ছিল।

সিআইএ’র এক বিবৃতিতে বলা হয়, লেভিনসন ও ইউএস সরকারের মধ্যাকার যেকোনো ধরনর অভিপ্রেত সম্পর্কের বিষয়ে তাদের কোনো মন্তব্য নেই।

তবে ইউএস সরকার লেভিনসনকে তার পরিবারের কাছে নিরাপদে ফিরিয়ে দিতে প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন সিআইএ’র মুখপাত্র এবিজ।

(দ্য রিপোর্ট/এআইএম/নূরু/এনডিএস/ডিসেম্বর ১৩, ২০১৩)