দ্য রিপোর্ট ডেস্ক : টেস্টে আইসিসির স্যার গারফিল্ড সোবার্স বর্ষসেরা ক্রিকেটার হওয়ার পাশাপাশি সেরা টেস্ট খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। আর ওয়ানডেতে বর্ষসেরা শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা।

সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন ভারতের চেত্তেশ্বর পুজারা। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি জিতেছেন পিপলস চয়েজ অ্যাওয়ার্ড।

দক্ষিণ আফ্রিকার সঙ্গে ৬ রানে ৫ উইকেট নিয়ে বর্ষসেরা টোয়েন্টি২০ পারফর্মারের পুরস্কার জিতেছেন পাকিস্তানের পেসার ওমর গুল। এ ছাড়া বর্ষসেরা সহযোগী ও অধিভুক্ত দেশের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন আয়ারল্যান্ডের কেভিন ও’ ব্রায়ান।

দ্বিতীয় বারের মতো আইসিসির স্পিরিট অব ক্রিকেটের পুরস্কার জিতেছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। নিউজিল্যান্ডের প্রমীলা ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক সুজি বাটেস হয়েছেন ওয়ানডের বর্ষসেরা ক্রিকেটার। ইংল্যান্ডের সারাহ টেলর দ্বিতীয়বারের মতো হয়েছেন টোয়েন্টি২০র সেরা ক্রিকেটার (প্রমীলা)।

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার, টেস্ট-ওয়ানডে দলের তালিকা :

বর্ষসেরা ক্রিকেটার : মাইকেল ক্লার্ক (অস্ট্রেলিয়া)

বর্ষসেরা টেস্ট ক্রিকেটার : মাইকেল ক্লার্ক (অস্ট্রেলিয়া)

ওয়ানডের বর্ষসেরা ক্রিকেটার : কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা)

উদীয়মান বর্ষসেরা ক্রিকেটার : চেত্তেশ্বর পুজারা (ভারত)

পিপলস চয়েজ অ্যাওয়ার্ড : মহেন্দ্র সিং ধোনি (ভারত)

বর্ষসেরা (ওয়ানডে) প্রমীলা ক্রিকেটার : সুজি বাটেস (নিউজিল্যান্ড)

আইসিসির সহযোগী ও অধিভুক্ত দেশের বর্ষসেরা ক্রিকেটার : কেভিন ও’ ব্রায়ান (আয়ারল্যান্ড)

টোয়েন্টি২০র বর্ষসেরা ক্রিকেটার : উমর গুল (পাকিস্তান)

টোয়েন্টি২০র (প্রমীলা) বর্ষসেরা ক্রিকেটার : সারাহ টেলর (ইংল্যান্ড)

স্পিরিট অব ক্রিকেট পুরস্কার : মাহেলা জয়াবর্ধনে (শ্রীলঙ্কা)

বর্ষসেরা আম্পায়ার : রিচার্ড কেটলরুগ

বর্ষসেরা টেস্ট দল : অ্যালিস্টার কুক (অধিনায়ক), চেত্তেশ্বর পুজারা (ভারত), হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা), মাইকেল ক্লার্ক (অস্ট্রেলিয়া), মাইকেল হাসি (অস্ট্রেলিয়া), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), মহেন্দ্র সিং ধোনি (ভারত), গ্রায়েম সোয়ান (ইংল্যান্ড), ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা), জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড), ভেরনন ফিল্যান্ডার (দক্ষিণ আফ্রিকা) ও রবিচন্দ্রন অশ্বিন (১২তম)।

বর্ষসেরা ওয়ানডে দল : তিলকারত্নে দিলশান (শ্রীলঙ্কা), শেখর ধাওয়ান (ভারত), হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা), কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রবিচন্দ্র জাদেজা (ভারত), সাঈদ আজমল (পাকিস্তান), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড), লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা) ও মিচেল ম্যাকক্লেনাগান (১২তম)।

(দ্য রিপোর্ট/এমআই/নূরু/সিজি/ডিসেম্বর ১৩, ২০১৩)