সমঝোতা হলে এখনও সময় আছে : সিইসি
দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ বলেছেন, ‘দু’দলের মধ্যে সমঝোতা হলে এখনও সময় আছে।’
নিজ কার্যালয় থেকে শুক্রবার সন্ধ্যা ৭টায় বের হওয়ার পথে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
সিইসি বলেন, ‘সমঝোতা হওয়ার পর তাদের বলে দিতে হবে, আমরা কীভাবে অগ্রসর হব।’
এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘সুযোগ এখনও ফুরিয়ে যায়নি। দ্রুত একটি সমঝোতায় পৌঁছতে হবে। তবে তা না হলে এটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে।’
(দ্য রিপোর্ট/এমএস/নূরু/এআইএম/ডিসেম্বর ১৩, ২০১৩)