দ্য রিপোর্ট প্রতিবেদক : শুরু হয়েছে ২ দিনব্যাপী ব্লেজার বিডি বিজয় দিবস উন্মুক্ত টেবিল টেনিস প্রতিযোগিতা। আসরে ১০টি দল অংশ নিচ্ছে।

পুরুষ একক ও দলগত, মহিলা একক, বালক একক (অনূর্ধ্ব-১৮) এবং ক্যাডেট একক (অনূর্ধ্ব-১৬) মিলিয়ে মোট ৬৪ জন খেলোয়াড় ইভেন্টগুলোতে অংশ নিচ্ছেন। শুক্রবার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেছেন অধ্যাপক আনিসুজ্জামান। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ও আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল, হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কৌহিনুর, টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক জোবেরা রহমান লীনু প্রুমুখ।

প্রথম দিনের খেলায় পুরুষ দলগত ইভেন্টে প্যারাডাইস ৩-০ সেটে হারিয়েছে মোহাম্মদপুর সবুজ দলকে। এ ছাড়া ক্লাব টেকনিক ৩-১ সেটে একতা শ্রীপুরকে, স্পিন ৩-০ সেটে উদয়াচলকে এবং মোহাম্মদপুর লাল ৩-১ সেটের ব্যবধানে হারিয়েছে এলাক্স টিটি ক্লাবকে।

মেয়েদের এককে নাহিমা ৩-২ গেমে লোপাকে এবং শারমীন ৩-০ গেমে তামান্নাকে হারিয়েছে। প্রথম দিনেই বিভিন্ন ইভেন্টের প্রায় ৪০টি খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার শেষ হচ্ছে বিজয় দিবস টেবিল টেনিস।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কৃত করবেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব শিবনাথ রায়।

(দ্য রিপোর্ট/এএস/নূরু/সিজি/ডিসেম্বর ১৩, ২০১৩)