যশোর সংবাদদাতা : যশোরের রূপদিয়ায় বিএনপি ও জামায়াতের আঞ্চলিক কার্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ করেছে দল দুটি। তবে পুলিশ দাবি করেছে অভিযান চলাকালে তল্লাসি করা হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ দ্য রিপোর্টকে জানান, কয়েকদিন ধরে রূপদিয়ায় জামায়াত-শিবিরকর্মীরা নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। শুক্রবার বিকেলে তারা বিআরটিসির একটি বাসে আগুন দেয়। এ কারণে সন্ধ্যার পর পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্যরা রূপদিয়া অভিযান চালায়। এ সময় বিএনপি ও জামায়াত কার্যালয়ে তল্লাসি চালানো হয়েছে। সেখানে কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি।

নরেন্দ্রপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাকিল হোসেন দ্য রিপোর্টকে অভিযোগ করেন- তল্লাসির নামে বিএনপির আঞ্চলিক কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

জামায়াত কার্যালয়ও ভাঙচুর করা হয়েছে বলে দাবি করেন শিবিরের রূপদিয়া সাথী শাখার সভাপতি রবিউল ইসলাম। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কার্যালয়ের দুটি চেয়ার-টেবিলসহ আসবাবপত্র ভাঙচুর করেছে বলে দাবি করেছেন তারা।

(দ্য রিপোর্ট/জেএম/এমএইচও/এমডি/ডিসেম্বর ১৩, ২০১৩)